আমাদের সম্পর্কে জানুন
আমাদের গল্প
Braindemic Bangladesh, ২০২৫ সালে প্রতিষ্ঠিত দেশের নতুন প্রজন্মের শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান। তিনজন পাগলাটে তরুণের স্বপ্নের প্রজেক্ট। শিক্ষাকে সহজ, মানসম্মত এবং সবার জন্য হাতের নাগালে আনতেই আমাদের যাত্রা। দেশজুড়ে লাখো শিক্ষার্থীর জন্য অভিজ্ঞ মেন্টরদের দিকনির্দেশনা এবং সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমরা তৈরি করেছি শেখার এক নতুন অভিজ্ঞতা — যেখানে প্রতিটি পাঠ মানে হচ্ছে মজা করে শেখা, আত্মবিশ্বাসে বেড়ে ওঠা, আর জয় করার প্রস্তুতি। Braindemic Bangladesh-এ আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীর মাঝে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। আমাদের লক্ষ্য সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলা—ছোট শহর হোক বা বড় শহর, ইন্টারনেট থাকলেই এখন বিশ্বমানের পড়াশোনা সবার জন্য উন্মুক্ত। জানো, শেখো, জেতো — এটাই আমাদের অঙ্গীকার।


